প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।
|
|
|
|
![]() জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী বিগত তিন বছরে পাঠকদের জন্য ৩৭২৪ খানা পুস্তক সংগ্রহ করেছে, যেগুলো পাঠকদের ব্যবহারের জন্য পাঠকক্ষে প্রেরণ করা হয়েছে । বিভিন্ন জাতীয় দিবস ভিত্তিক রচনা, বইপাঠ, চিত্রাংকন, ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতাসহ ২৩টি অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার এবং প্রশংসাব্যঞ্জক সনদ প্রদান করা হয়েছে। এ সময়ে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী থেকে ৫৭,৫৬৩ (সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি) জন পাঠককে পাঠকসেবা এবং তথ্য ও রেফারেন্স সেবা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক আয়োজিত বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করা হয়েছে। দেশের লাইব্রেরিসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুক্তি কর্ণার স্থাপন প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় ১৩টি গ্রন্থাগারে ( বেসরকারি ও সরকারি কারা গ্রন্থাগারসহ) বঙ্গবন্ধু ও মুক্তিযুক্তি কর্ণার স্থাপনে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের সিটিজেন চার্টারসহ সকল সেবাবক্স নিয়মিত হালনাগাদ করা হয়েছে। ই-নথি কার্যক্রম চালু করা হয়েছে এবং ৮০ শতাংশ নথি ই-নথির মাধ্যমে নোট নিস্পন্ন ও পত্রজারী করা হয়েছে। সরকার কর্তৃক ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা করায় প্রতিবছর ৫ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দপ্তরের ওয়েবপোর্টাল জাতীয় তথ্য বাতায়নের সাথে যুক্ত করা হয়েছে এবং নিয়মিত নতুন তথ্য সংযোজন করা হচ্ছে। দূর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রম হিসেবে গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
|
|
|
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS