প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।
সেবার তালিকা
ক্রমিক |
সেবার নাম |
সেবার তালিকা |
সেবার ধরণ |
১. |
গ্রন্থাগার সেবা |
পাঠ সেবা |
সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/সংবাদপত্র/ রেফারেন্স সামগ্রী ইত্যাদি পড়তে পারবেন। |
|
|
বই ধার সেবা |
শুধুমাত্র নিবন্ধিত সদস্য সর্বোচ্চ দুইটি বই পনের (১৫) দিনের জন্য বাসায় নিয়ে যেতে পারবেন। |
|
|
পুরাতন পত্রিকা সেবা |
চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র পাঠের সুযোগ পাবেন। |
|
|
সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা |
গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/সংবাদপত্র/সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/ম্যাপ/ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ। |
|
|
নির্বাচিত তথ্য বিতরণ সেবা |
সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত তথ্য-চাহিদা পূরণ করা।
|
|
|
তথ্য অনুসন্ধান সেবা |
সেবাগ্রহীতার প্রয়োজনীয় যেকোন তথ্য অনুসন্ধান করে দেওয়া।
|
২. |
রেফারেন্স সেবা |
রেফারেন্স সেবা |
পরামর্শ প্রদান করা।
|
|
|
পরামর্শ সেবা |
সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয়।
|
|
|
উপদেশমূলক সেবা |
উপদেশ প্রদান করা।
|
৩. |
সম্প্রসারণমূলক সেবা |
প্রতিযোগিতা আয়োজন |
সারা বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা/ বইপাঠ/ চিত্রাংকন/ আবৃত্তি/ সুন্দর হাতের-লেখা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা হয়। |
|
|
গ্রন্থ-প্রদর্শনী/ বইমেলা আয়োজন |
বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ-প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়।
|
|
|
আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking / মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন |
পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking / মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন করা হয়। |
|
|
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবা
|
জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনের লক্ষমাত্রা গণগ্রন্থাগার অধিদপ্তর দেশের সবগুলো জেলা উপজেলায় মানুষের দোরগোড়ায় সৃজনশীল গঠন-পঠন ও নানামূখী সাংস্কৃতিক কার্যক্রমের সুবিধা পৌঁছে দেয়ার জন্য দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবা প্রদান করে। |
|
|
টয়ব্রিকস ও কম্পিউটার প্রোগ্রামিং |
শিশু-কিশোরদের বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে (গল্প বলা , বইপাঠ, চিত্রাঙ্কন, টয়ব্রিকস, কম্পিউটার প্রোগ্রামিং) অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মেধা বিকাশে সহায়তা করা। |
৪. |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা
|
ইন্টারনেট সেবা |
ইন্টারনেট কর্ণারে কেবলমাত্র নিবন্ধিত সদস্যগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। |
|
|
ওয়াই-ফাই সেবা |
যেকোন সেবাপ্রত্যাশী গ্রন্থাগারে এসে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। |
|
|
গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান |
নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রন্থাগার সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করা হয়। |
|
|
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবা প্রদান |
ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যম ব্যবহার করে গ্রন্থাগার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং গ্রন্থাগার সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। |
৫. |
প্রাতিষ্ঠানিক সেবা |
বেসরকারি গ্রন্থাগার জরিপ ও নিবন্ধন প্রদান |
সেবাগ্রহীতার চাহিদার ভিত্তিতে বেসরকারি গ্রন্থাগারকে নিবন্ধন প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS