প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।
গ্রন্থাগার ব্যবহারের নিয়মাবলী :
>> নিরবতা পালন গ্রন্থাগার ব্যবহারের অন্যতম শর্ত। যথাসম্ভব নিরবতা বজায় রাখা।
>> পাঠকক্ষে নিজস্ব খাতা/কলম ছাড়া নিজস্ব বই/গাইড বই/ব্যাগ/ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না।
>> নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থাগার ব্যবহার করা ।
>> গ্রন্থাগারে কোন প্রকার খাদ্যদ্রব্য/পানীয় নিয়ে প্রবেশ না করা।
>> গ্রন্থাগারের ভেতরে উচ্চস্বরে মোবাইল ফোনে/পরস্পরে কথা বলা থেকে বিরত থাকা।
>> অনুগ্রহ করে পাঠকক্ষে মোবাইল ফোন বন্ধ/ সাইলেন্ট মোডে রাখা।
>> পাঠ্যবই, ম্যাগাজিন বা অন্য যেকোন পাঠসামগ্রীর পাতা ভাঁজ/কাটা/ছেঁড়া বা নষ্ট না করা।
>> পত্রিকা/বইয়ের পাতা কাটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য সকলের সহযোগিতা একান্তভারে কাম্য।
>> মূল্যবান সামগ্রী (নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার) ও অন্যান্য ব্যক্তিগত জিনিস নিজ দায়িত্বে রাখা।
>> এক সেলফের বই অন্য সেলফে রাখা যাবে না। বই পড়ে টেবিলে রাখুন এবং সেলফে উঠাবেন না।
>> নিজে পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন।
>> পাঠকক্ষের চেয়ার দখলে রেখে বাহিরে অবস্থান এবং কোনো চেয়ার ফোল্ডিং/আড়াআড়ি করে রাখা যাবে না।
>> পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
>> গ্রন্থাগার চত্বর ধূমপান মুক্ত এলাকা। তাই কোনো অবস্থাতেই ধুমপান করবেন না।
>> পাঠ্যসামগ্রী তথা সরকারি সম্পদ রক্ষার্থে দায়িত্বরত কর্মচারীকে দেহ তল্লাশি করতে সহযোগিতা করুন।
>> প্রয়োজনে সহায়তা দানের জন্য দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারীর সাথে যোগাযোগ করা।
>> আপনার সুচিন্তিত মতামত/পরামর্শ/অভিযোগ লিখিত আকারে সংরক্ষিত রেজিস্টারে/ বক্সে জমা দিতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS