Wellcome to National Portal

  গণগ্রন্থাগারের সময়সূচি: প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। # সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। # তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।  জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে নরসিংদী জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।  # গ্রন্থাগারকে ভালবাসুন, গ্রন্থাগারে পড়তে আসুন। # গণমানুষের মনের খাবার, নিত্য যোগায় গণগ্রন্থাগার। # বই-এর বড় তথ্য নাই, জ্ঞানের বড় সত্য নাই।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সতর্কীকরণ

            জরুরি বিজ্ঞপ্তি      প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।

একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন। 

Event Calendar

Search

# Title Date & Time End Date & Time Location Contact Email
1 Notice of meeting on Martyr Intellectual Day and Great Victory Day-2023 23-11-2023 12:30:00 23-11-2023 03:27:07 Conference Room of District Commissioner's Office, Narsingdi

 একটি গ্রন্থাগার কেবল বইয়ে পূর্ণ একটি ভবন নয়; এটি অসংখ্য অ্যাডভেঞ্চারের প্রবেশদ্বার # গ্রন্থাগারের শান্ত অভয়ারণ্যে, শব্দগুলি জীবন্ত হয় এবং স্বপ্নগুলি উড়ে যায় # গ্রন্থাগার হল একটি গুপ্তধনের বক্ষের মত যেখানে প্রতিটি বই কৌতূহলী মন দ্বারা উন্মোচিত হওয়ার জন্য গোপনীয়তা ধারণ করে # গ্রন্থাগার জ্ঞানের পাঠশালা, শিক্ষার মন্দির এবং জ্ঞানের শ্রেণিকক্ষ # গ্রন্থাগার জ্ঞানের বাগান, যেখানে ধারণাগুলি প্রস্ফুটিত হয় এবং কৌতূহল বিকাশ লাভ করে। # গ্রন্থাগার হল সাফল্যের একটি নেপথ্য মঞ্চ। # প্রমথ চৌধুরীর মতে, গ্রন্থাগার হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো গ্রন্থাগার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে - মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।