কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
৪) ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার ষান্মাসিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) প্রতিবেদন
৩) ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার ২য় ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) প্রতিবেদন
২) ২০২৪-২৫ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার ১ম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) প্রতিবেদন
১) ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
পোলিং
মতামত দিন
একটি গ্রন্থাগার কেবল বইয়ে পূর্ণ একটি ভবন নয়; এটি অসংখ্য অ্যাডভেঞ্চারের প্রবেশদ্বার # গ্রন্থাগারের শান্ত অভয়ারণ্যে, শব্দগুলি জীবন্ত হয় এবং স্বপ্নগুলি উড়ে যায় # গ্রন্থাগার হল একটি গুপ্তধনের বক্ষের মত যেখানে প্রতিটি বই কৌতূহলী মন দ্বারা উন্মোচিত হওয়ার জন্য গোপনীয়তা ধারণ করে # গ্রন্থাগার জ্ঞানের পাঠশালা, শিক্ষার মন্দির এবং জ্ঞানের শ্রেণিকক্ষ # গ্রন্থাগার জ্ঞানের বাগান, যেখানে ধারণাগুলি প্রস্ফুটিত হয় এবং কৌতূহল বিকাশ লাভ করে। # গ্রন্থাগার হল সাফল্যের একটি নেপথ্য মঞ্চ। # প্রমথ চৌধুরীর মতে, গ্রন্থাগার হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো গ্রন্থাগার। # কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে - মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।