জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী
কার্যাবলিসমূহ (Functions) :
১) জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর পাঠক-চাহিদা মোতাবেক প্রাপ্ত পাঠসামগ্রী সংগ্রহ, বিন্যাস, সংরক্ষণ ও বিতরণ (Dissemination);
২) পাঠাভ্যাস বৃদ্ধি উৎসাহিতকরণে জাতীয় দিবসসমূহে বিভিন্ন প্রতিযোগিতা যেমন- রচনা, বইপাঠ, ছড়া ও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ অনুষ্ঠান এবং পুরস্কার ও সনদ প্রদান;
৩) পাঠকসেবা ও তথ্যসেবা বৃদ্ধিকরণ;
৪) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান;
৫) গবেষণা ও রেফারেন্স সেবা বৃদ্ধিকরণ;
৬) পুস্তক লেনদেন সেবা প্রদান;
৭) নরসিংদী জেলার বেসরকারি গ্রন্থাগারসমূহ তালিকাভূক্তিকরণ;
৮) দৈনিক পত্রিকা ও সাময়িকী সেবা প্রদান এবং
৯) পুরাতন পত্রিকা সেবা প্রদান।
প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস