Wellcome to National Portal

  গণগ্রন্থাগারের সময়সূচি: প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। # সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। # তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।  জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে নরসিংদী জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।  # গ্রন্থাগারকে ভালবাসুন, গ্রন্থাগারে পড়তে আসুন। # গণমানুষের মনের খাবার, নিত্য যোগায় গণগ্রন্থাগার। # বই-এর বড় তথ্য নাই, জ্ঞানের বড় সত্য নাই।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ডকুমেন্টারি


বিষয় প্রকাশের তারিখ লিঙ্ক
‘জুলাইয়ের বিষাদ সিন্ধু বা Requiems for July Martyrs’
৮ জুলাই ২০২৫
https://www.youtube.com/watch?v=aBuUNbgHhp8

পুরো জাতিকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর এখন স্লোগানতো দূরের কথা, কোন কিছুই উচ্চারণ করতে পারেন না। হাসিনার পেটোয়া বাহিনী কেড়ে নিয়েছে আবু বকরের কথা বলার অধিকার, কেড়ে নিয়েছে তার কণ্ঠস্বর। সে এখন সকল প্রশ্নে কেবলই তাকিয়ে থাকে, দিতে পারেনা উত্তর। 

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের স্বপ্নে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে রক্ত ঝরিয়েছেন, বুলেটের সামনে শূন্য হাতে লড়ে গেছেন বুক ভরা সাহস ও আর দেশপ্রেম নিয়ে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেইসব বীরদের লড়াই সংগ্রামের কথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বানিয়েছে "জুলাই বীরগাথা" শিরোনামে একটি ডকুমেন্টারি সিরিজ। যার প্রথমটি ছিল চোখ হারানো মাহবুবুলকে নিয়ে। কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে আজ প্রকাশিত হলো "জুলাই বীরগাথা" সিরিজের দ্বিতীয় গল্প।


১১ জুলাই ২০২৫
https://www.youtube.com/watch?v=FlSvZlsj0Ws&rco=1
১৪ই জুলাই Remembrance: থিম মিউজিক ''মোরা ঝঞ্চার মতো উদ্দাম"
১৪ জুলাই ২০২৫

Testimony of a martyr's family. (Documentary 01)
১৪ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুবুল আলমের স্মৃতিচারণ
১৪ জুলাই ২০২৫

১৫ই জুলাই Remembrance: থিম মিউজিক ''আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া"
১৫ জুলাই ২০২৫

Testimony of a martyr's family. (Documentary 02)
১৫ জুলাই ২০২৫

একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ
১৫ জুলাই ২০২৫

১৬ই জুলাই Remembrance: থিম মিউজিক ''কথা ক"
১৬ জুলাই ২০২৫

Testimony of a martyr's family. (Documentary 03)
১৬ জুলাই ২০২৫

একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ
১৬ জুলাই ২০২৫

১৭ই জুলাই Remembrance: থিম মিউজিক ''শিকল-পরা ছল"
১৭ জুলাই ২০২

Testimony of a martyr's family. (Documentary 04)
১৭ জুলাই ২০২

একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ
১৭ জুলাই ২০২

১৮ই জুলাই Remembrance: থিম মিউজিক ''আওয়াজ উডা"
১৮ জুলাই ২০২৫

Testimony of a martyr's family. (Documentary 05)
১৮ জুলাই ২০২৫

একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ
১৮ জুলাই ২০২৫




 একটি গ্রন্থাগার কেবল বইয়ে পূর্ণ একটি ভবন নয়; এটি অসংখ্য অ্যাডভেঞ্চারের প্রবেশদ্বার # গ্রন্থাগারের শান্ত অভয়ারণ্যে, শব্দগুলি জীবন্ত হয় এবং স্বপ্নগুলি উড়ে যায় # গ্রন্থাগার হল একটি গুপ্তধনের বক্ষের মত যেখানে প্রতিটি বই কৌতূহলী মন দ্বারা উন্মোচিত হওয়ার জন্য গোপনীয়তা ধারণ করে # গ্রন্থাগার জ্ঞানের পাঠশালা, শিক্ষার মন্দির এবং জ্ঞানের শ্রেণিকক্ষ # গ্রন্থাগার জ্ঞানের বাগান, যেখানে ধারণাগুলি প্রস্ফুটিত হয় এবং কৌতূহল বিকাশ লাভ করে। # গ্রন্থাগার হল সাফল্যের একটি নেপথ্য মঞ্চ। # প্রমথ চৌধুরীর মতে, গ্রন্থাগার হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো গ্রন্থাগার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে - মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।       

সতর্কীকরণ

            জরুরি বিজ্ঞপ্তি      প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।

একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।