গ্রন্থাগার ব্যবহারের নিয়মাবলী :
>> নিরবতা পালন গ্রন্থাগার ব্যবহারের অন্যতম শর্ত। যথাসম্ভব নিরবতা বজায় রাখা।
>> পাঠকক্ষে নিজস্ব খাতা/কলম ছাড়া নিজস্ব বই/গাইড বই/ব্যাগ/ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না।
>> নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থাগার ব্যবহার করা ।
>> গ্রন্থাগারে কোন প্রকার খাদ্যদ্রব্য/পানীয় নিয়ে প্রবেশ না করা।
>> গ্রন্থাগারের ভেতরে উচ্চস্বরে মোবাইল ফোনে/পরস্পরে কথা বলা থেকে বিরত থাকা।
>> অনুগ্রহ করে পাঠকক্ষে মোবাইল ফোন বন্ধ/ সাইলেন্ট মোডে রাখা।
>> পাঠ্যবই, ম্যাগাজিন বা অন্য যেকোন পাঠসামগ্রীর পাতা ভাঁজ/কাটা/ছেঁড়া বা নষ্ট না করা।
>> পত্রিকা/বইয়ের পাতা কাটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য সকলের সহযোগিতা একান্তভারে কাম্য।
>> মূল্যবান সামগ্রী (নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার) ও অন্যান্য ব্যক্তিগত জিনিস নিজ দায়িত্বে রাখা।
>> এক সেলফের বই অন্য সেলফে রাখা যাবে না। বই পড়ে টেবিলে রাখুন এবং সেলফে উঠাবেন না।
>> নিজে পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন।
>> পাঠকক্ষের চেয়ার দখলে রেখে বাহিরে অবস্থান এবং কোনো চেয়ার ফোল্ডিং/আড়াআড়ি করে রাখা যাবে না।
>> পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
>> গ্রন্থাগার চত্বর ধূমপান মুক্ত এলাকা। তাই কোনো অবস্থাতেই ধুমপান করবেন না।
>> পাঠ্যসামগ্রী তথা সরকারি সম্পদ রক্ষার্থে দায়িত্বরত কর্মচারীকে দেহ তল্লাশি করতে সহযোগিতা করুন।
>> প্রয়োজনে সহায়তা দানের জন্য দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারীর সাথে যোগাযোগ করা।
>> আপনার সুচিন্তিত মতামত/পরামর্শ/অভিযোগ লিখিত আকারে সংরক্ষিত রেজিস্টারে/ বক্সে জমা দিতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস