ধনী বিষয়ী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যপারে পিতার অবহেলা তাকে অধ:পতনে নিয়ে যায়। পিতার মৃত্যুর পর মতিলাল প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে। পরে দু:খের জীবনে তার বোধোদয় ঘটে এবং হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ট হয়। ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামদকারী বক্রেশ্বর ইত্যাদি চরিত্র জীবন্ত। তবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো মোকাজান মিঞা বা ঠকচাচা। চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রানময়তা নিয়ে এ গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র।
প্রতারক চক্র হতে সাবধান ! আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং নম্বরের পিন ও ওটিপি নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
একটি প্রতারক চক্র মোবাইলে জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী এর কর্মকর্তা/কর্মচারীর পরিচয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান এবং বেসরকারি গ্রন্থাগারে অর্থ অনুদান প্রদান করবে মর্মে বিভিন্ন প্রতারণার অভিযোগ আসছে। সেহেতু প্রতারক চক্রের বিভিন্ন প্রতারণা হতে সতর্ক এবং যে কোন ধরনের আর্থিক লেনদেন হতে অবশ্যই বিরত থাকুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস