Wellcome to National Portal

 জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে নরসিংদী জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।      

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  গণগ্রন্থাগারের সময়সূচি: প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।  # গ্রন্থাগারকে ভালবাসুন, গ্রন্থাগারে পড়তে আসুন। # গণমানুষের মনের খাবার, নিত্য যোগায় গণগ্রন্থাগার। # বই-এর বড় তথ্য নাই, জ্ঞানের বড় সত্য নাই।


ছবি
শিরোনাম
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪
বিস্তারিত


জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে স্বাগত বক্তব্য

       সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে সর্বদা সোনার মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন- যা উঁনার বিভিন্ন বক্তৃতা, ভাষণ ও লেখনি থেকে জানা যায়। যেমন উঁনি বলতেন- ‘‘আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে।’’ সোনার মানুষ বলতে উঁনি দেশপ্র্রেমে উজ্জীবিত, নীতিবান, আদর্শ মানুষের কথা বলতেন যারা সকল অনিয়ম-দূর্নীতির মূলোৎপাটন করে বাংলার দু:খী মানুষের জন্য কাজ করবে। আর এই সোনার মানুষ গড়তে প্রথমেই যেটি দরকার তা হলো ‘সুশিক্ষা’। যে শিক্ষা মানুষের মানবিক বোধকে জাগ্রত করে নিজেকে সকল প্রকার দূর্নীতি, অন্যায় ও অপকর্ম থেকে বাঁচিয়ে বিবেকমান মানুষ হিসেবে গড়ে তোলে তাই সুশিক্ষা। একমাত্র সুশিক্ষিত মানুষই পারে একটি সুন্দর সমাজ, সভ্য জাতি ও উন্নত দেশ উপহার দিতে। আর সুশিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বাংলা সাহিত্যের বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেছেন- ‘‘আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।’’ আর এই স্বশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করাই গ্রন্থাগারের বিশেষ করে গণগ্রন্থাগারের প্রধানতম কাজ।

       তাছাড়া, জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতি চর্চা ইত্যাদির মাধ্যমে মানুষকে আলোকিত করতেও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। আর এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েই ১৯৫৪ সালের আজকের এই দিনে (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তাই প্রতি বছর এই দিনকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদযাপন করা হয়।

সম্মানিত সুধী, এবছর জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি”। খুবই সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয়।

       Smart Bangladesh এই ধারণাটি মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একটি প্রতিশ্রুতি যা, উনি ২০২২ সালের ১২ ডিসেম্বর এক অনুষ্ঠানে প্রথম উচ্চারণ করেন। Digital Bangladesh ধারণাটি এক সময় কাল্পনিক মনে হলেও তা যেমন আজ বাস্তব সত্য একইভাবে Smart Bangladesh ধারণাটিও ২০৪১ সালের মধ্যে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে যা সময়োপযোগী, বাস্তবসম্মত এবং যৌক্তিক পরিকল্পনা। বাস্তবিক অর্থে  Digital Bangladesh  ধারণাটির পরবর্তী ধাপই হলো Smart Bangladesh যা হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিক্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। Smart Bangladesh বলতে মূলত এমন বাংলাদেশকে বুঝায় যেখানে জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক প্রযু্ক্তির সর্বোত্তম ব্যবহার করে আমাদের দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সেবা আরো সহজে জনগনের হাতের নাগালে পৌছে দেয়া যাবে। বিশেষ করে ৪র্থ শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির (AI, IOT, VR, Robotics, Nano Technology, 3D Printing ইত্যাদি)। সর্বাধিক ব্যবহারের মাধ্যমে আমাদের জীবনকে সহজ করাই Smart Bangladesh ধারণার মূল কথা। এই ধারণাটি প্রধানত: চারটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেগুলো হলো:

Smart Citizens (স্মার্ট নাগরিক)

Smart Goverment (স্মার্ট সরকার)

Smart Economoy (স্মার্ট অর্থনীতি)

Smart Society (স্মার্ট সমাজ)  


ভিডিও

জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়ন পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।