Wellcome to National Portal

 জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে নরসিংদী জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদী কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।      

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  গণগ্রন্থাগারের সময়সূচি: প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি: বৃহস্পতি ও শুক্রবার। তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।  # গ্রন্থাগারকে ভালবাসুন, গ্রন্থাগারে পড়তে আসুন। # গণমানুষের মনের খাবার, নিত্য যোগায় গণগ্রন্থাগার। # বই-এর বড় তথ্য নাই, জ্ঞানের বড় সত্য নাই।


ছবি
শিরোনাম
বঙ্গবন্ধুর বাণী
বিস্তারিত
০১.

“ সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। ”

০২.

“ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ”

০৩.

“ আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে ”

০৪. “গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।”
০৫. “আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।”
০৬. “যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।”
০৭.

“পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।”

০৮. “সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।”
০৯. “বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।”
১০. “আপনি চাকরি করেন- আমি গাড়ি চলি ঐ টাকায়, আমরা ভাত খাই ওদের টাকায়- ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক।”
১১. “বিশ্ব দুই শিবিরে বিভক্ত – শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।”
১২. “শহীদদের রক্ত যেন বৃথা না যায়।”

ভিডিও

জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর তথ্য বাতায়ন পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।